× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অদম্য বাংলাদেশের উদ্যোগে

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিশেষ খাবার বিতরণ

বগুড়া অফিস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৪:৫১ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৫:২১ পিএম

বগুড়ায় অদম্য বাংলাদেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ছবি : প্রবা

বগুড়ায় অদম্য বাংলাদেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ছবি : প্রবা

ঈদের দিন সকালে বগুড়ায় অদম্য বাংলাদেশের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে স্টেশনের উত্তরে শহরের চকসূত্রাপুর বস্তি এলাকায় বসবাসকারী ৫০ শিশুর হাতে মজাদার লাচ্ছা সেমাই ও পোলাওয়ের প্যাকেট তুলে দেন অদম্য বাংলাদেশ বগুড়ার সভাপতি বায়েজিদ শেখ। 

৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা ওই এলাকায় ‘পথের দিশা ভাসমান’ নামে একটি অনানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষার্থী। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশ বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, অদম্য বাংলাদেশের সদস্য আদনান হোসেন এবং পথের দিশা ভাসমান বিদ্যালয়ের সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক শামীম হোসেন ও পরিচালক মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন। বিশেষ দিনে মজাদার খাবার পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত।

মীম আকতার নামে এক শিক্ষার্থী বলে, ‘ঈদের দিন অনেকেই লাচ্ছা সেমাই খায়, কিন্তু আমরা খেতে পারি না। আজ লাচ্ছা সেমাই খেতে পারব।’

নুন ইসলাম নাজিব নামে অপর এক শিক্ষার্থী বলে, ‘লাচ্ছা এবং পোলাও আমার খুব প্রিয় খাবার। কিন্তু আমরা এগুলো সব দিন খেতে পারি না। আজ দুটো খাবারই এক সঙ্গে খেতে পারব।’

পথের দিশা ভাসমান বিদ্যালয়ের সভাপতি মহরম আলী জানান, বস্তি এলাকায় জন্ম নেওয়া শিশুরা আগে পড়ালেখা করত না। মূলত তাদের পড়ালেখার সুযোগ করে দিতে ২০১৭ সালের দিকে তারা রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ছয় বছরের নিচের শিশুদের ভর্তি করানো হয়। তাদের সপ্তাহের ৭ দিনই পড়ানো হয়। এরপর তারা যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী হয়, তখন তাদের আশপাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় আরও ভালো করতে পারে, সেজন্য সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ ক্লাস নেওয়া হয়।

ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিশেষ খাবার বিতরণ করায় অদম্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘অদম্য বাংলাদেশ বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের পাশে দাঁড়ানোয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও তারা এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকবে।’

অদম্য বাংলাদেশ বগুড়ার সভাপতি বায়েজিদ শেখ বলেন, ‘ঈদ মানে খুশি বা আনন্দ। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে হবে। অদম্য বাংলাদেশ সাম্যের কথা বলে, মানবতার কথা বলে। তাই আমরা এসব সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আগামীতেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা