× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ২ শতাধিক মানুষের মাঝে আল-খায়ের ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২০:১২ পিএম

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ যৌথ উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করেছে। প্রবা ফটো

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ যৌথ উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করেছে। প্রবা ফটো

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ যৌথ উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে (নিমতলায়) দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী পেয়ে আনন্দঘন পরিবেশে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় মানুষদের।

খাদ্যসামগ্রী পেয়ে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফটিক মিয়া বলেন, ‘এই রমজানে এ ধরনের ইফতারসামগ্রী আমার মতো গরিবের জন্য বিশাল পাওয়া। আমি আল-খায়ের ফাউন্ডেশনে যারা কাজ করেন তাদের জন্য দোয়া করি।’


তেঘড়িয়া গ্রামের আব্দুল খালেক বলেন, ‘যারা পবিত্র রমজান মাসে আমাদের জন্য ইফতারসামগ্রী দিয়েছেন, তাদের কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করি।’

হবিগঞ্জ শহরের বাসিন্দা মিনু বেগম বলেন, ‘নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের আরও দান করিবার তৌফিক দান করেন।’

হরিপুর এলাকার রাহেনা আক্তার বলেন, ‘তাদের পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাদের আরও অর্থ-সম্পদ যাতে হয়। তাদের কাছ থেকে আমরা আরও ত্রাণ পাওয়ার আশা করি।’


খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিবেদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক দেবাশীষ বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি জাকারিয়া আহমেদ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও মাইটিভি হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।

এদিন টোকেনপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে ২০ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি মসুর ডাল, এক কেজি ছানাবুট ও মসলাসহ অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘আল-খায়ের ফাউন্ডেশন আপনাদের মাঝে যেসব খাদ্যসামগ্রী বিতরণ করছে, তার গুণগতমান খুবই ভালো। স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়। মানবতার সেবায় এবং বিপদ-আপদে সংগঠনটি আপনাদের পাশে দাঁড়ায়। আগামী দিনেও ফাউন্ডেশনটির এ ধরনের দানশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।’

হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ’শেখ হাসিনার সরকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আল-খায়ের ফাউন্ডেশন প্রতিবছর এ ধরনের অনেক খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। আল্লাহ যেন তাদের দান কবুল করেন সেই দোয়া করি।’

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী বলেন, ’অসহায় মানুষদের সাহায্যে এ ধরনের প্রতিষ্ঠান এগিয়ে এলেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা