সুজন সাজু
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:৩৮ পিএম
মরণ ভয়কে তুচ্ছ করে যুদ্ধমাঠে লড়ল বীর,
সম্মুখ পানে এগিয়ে গেল কেউ করেনি নত শির।
মায়ের ভূমি মুক্ত করবে আশায় বুকে পণ ছিল,
প্রাণের প্রিয় নেতার বুলি এটাই পুঁজি ধন ছিল।
নেতার ডাকে সাড়া দিতে উঠল জেগে মন তখন,
কেউ জানে না কেমন করে লড়তে হবে কবে কখন!
বুকটা ছিল তেজে ভরা আবাল বৃদ্ধ জাত ভুলে,
শত্রু নাশে লড়াই করে দিনে এবং রাত ভুলে।
জীবন বাজি রেখে তারা বীরের আসন পেল কেউ,
শহীদ হলো যুদ্ধে যারা তাদের ঘরে শোকের ঢেউ।
আমরা তাই তো শোকের স্মৃতি স্মরণ করি ফুল ঢেলে,
বাংলা মায়ের বীর ছেলেরা তাদের কোনো তুল মেলে?
যাদের ত্যাগে মুক্ত স্বদেশ ভুলতে পারে সাধ্য কার?
এই পরিচয়ে বাঙালি বলে নত স্বীকার বাধ্য তার।
মায়ের ভূমি স্বাধীন আজি বীর শহীদের রক্তে আজ,
ঋণী হয়ে শ্রদ্ধা জানাই স্বাধীনতার অক্তে আজ।