× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নিউ ইয়র্কে ‘আদিম’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৪:১৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৫:১৯ পিএম

এবার নিউ ইয়র্কে ‘আদিম’

গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘আদিম’ এবার প্রদর্শিত হবে নিউ ইয়র্কে। আমেরিকার এই রাজ্যের কুইন্স থিয়েটার এবং মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে প্রিমিয়ার হবে এটি।

নির্মাতা এ বিষয়ে বলেন, ‘যথারীতি নিউজ এমবার্গো থাকায় বিষয়টি এত দিন জানাতে পারিনি। যা আজ জানাতে পারলাম। এ উৎসবে আমাদের দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনী উৎসব আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্য কলাকুশলীদের জন্য নির্ধারিত। আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানির বিনিময়ে দেখতে পারবেন। এ উৎসবে সরাসরি অংশ নেওয়ার ইচ্ছা আছে। চলছে ভিসা প্রসেসিং। আগামী ১ নভেম্বর উৎসব শুরু হয়ে শেষ হবে একই মাসের ৬ তারিখ।’

রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পেয়েছে যুবরাজ শামীম নির্মিত সিনেমা ‘আদিম’। এরপর চলতি মাসেই ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শক-সমালোচক প্রশংসা পেয়েছে ছবিটি।

‘আদিম’-এর দেশে মুক্তি নিয়ে নির্মাতা বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো পরিকল্পনা করিনি। প্রযোজক-পরিবেশক সমিতিতে যোগাযোগ করব। আসলে মুক্তি দেওয়ার জন্য যে খরচ তা বহন করা আমার পক্ষে কঠিন। দেখি তারা আমাকে কোনো ছাড় কিংবা সুযোগ করে দেন কি না। আশা আছে যত দ্রুত সম্ভব মানুষকে সিনেমাটি দেখানোর।’

এদিকে নিজের দ্বিতীয় সিনেমার কাজও অনেকটা এগিয়ে নিয়েছেন শামীম। সেটির নাম ‘অতল’। মস্কো যাওয়ার আগেই সিনেমাটির অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন করেছেন। বাকিটা সেরে নেবেন যুক্তরাষ্ট্র থেকে ফিরেই।


প্রবা/এসএস/এলএ/জেও/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা